menu-iconlogo
huatong
huatong
avatar

ধন্য ধান্য পুষ্প ভরা

Lopamudra Mitrahuatong
trojaczekhuatong
Letra
Gravações
ধন ধান্য পুষ্প ভরা

আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক

সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ

স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

চন্দ্র সূর্য গ্রহ তারা

কোথায় উজল এমন ধারা

কোথায় এমন খেলে তড়িৎ

এমন কালো মেঘে

তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি

পাখির ডাকে জেগে

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

HuMaYuN

এতো স্নিগ্ধ নদী কাহার

কোথায় এমন ধূম্র পাহাড়

কোথায় এমন হরিত ক্ষেতে

আকাশ তলে মেশে

এমন ধানের উপর ঢেউ খেলে যায়

বাতাস কাহার দেশে

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

HuMaYuN

পুস্পে পুস্পে ভরা শাখি

কুঞ্জে কুঞ্জে গাহে পাখি

গুঞ্জরিয়া আসে অলি

পুঞ্জে পুঞ্জে ধেয়ে

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে

ফুলের মধু খেয়ে

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

Mais de Lopamudra Mitra

Ver todaslogo

Você Pode Gostar

ধন্য ধান্য পুষ্প ভরা de Lopamudra Mitra – Letras & Covers