menu-iconlogo
huatong
huatong
avatar

Sei Tumi || সেই তুমি

LRBhuatong
investorwrhuatong
Letra
Gravações
সেই তুমি কেন এতো অচেনা হলে

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি।

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে

চলো বদলে যাই......

তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়,

আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেঁদেছি

বুকের গভীরে কষ্ট নিয়ে।

শূন্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও।

তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়,

আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়...

যতবার ভেবেছি ভুলে যাব

তারও বেশি মনে পড়ে যায়।

ফেলে আসা সেই সব দিনগুলো

ভুলে যেতে আমি পারি না।

তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়,

আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়......

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি।

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে

চলো বদলে যাই......

তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়,

আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়...

Mais de LRB

Ver todaslogo

Você Pode Gostar