menu-iconlogo
huatong
huatong
avatar

আগে যদি জানতাম age jodi jantam

Lucky Akhand লাকি আখন্দhuatong
omartyodhuatong
Letra
Gravações
আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি ঠিকই তো যেতাম

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না রে….

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

জানি না কেনো যে আমায়

একা ফেলে চলে গেলি

ভুলেও কি মনে পড়ে না

তোরই মতো কোনদিনও

আমিও যে ভুলে যাবো

তোরই মতো কোনদিনও

আমিও যে ভুলে যাবো

তবু এই জ্বালা প্রাণে সইবো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

এই জ্বালা আর প্রাণে সহে না

এই জ্বালা আর প্রাণে সহে না

followe me for ne t new song

Mais de Lucky Akhand লাকি আখন্দ

Ver todaslogo

Você Pode Gostar