menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Dekona

Lucky Akhandhuatong
༺᪣🅐🅝🅘🅢🅤🅛᪣༻☞🇧🇩🅢🅢🅐☜♡.huatong
Letra
Gravações
আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।

আমায় ডেকো না.

বিবাগী এ মন নিয়ে.. জন্ম আমার

বিবাগী এ মন নিয়ে.. জন্ম আমার

যায় না বাঁধা আমাকে

কোন পিছু টানের মায়ায়

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।

আমায় ডেকো না

শেষ হোক এই খেলা.. এবারের মতন

শেষ হোক এই খেলা.. এবারের মতন

মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না

।আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।

।আমায় ডেকো না.

Mais de Lucky Akhand

Ver todaslogo

Você Pode Gostar

Amay Dekona de Lucky Akhand – Letras & Covers