যদি আমার আঙ্গুল গুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে,
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে,
যদি আমার আঙ্গুল গুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে,
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে,
ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
হুমম,,হুমম,,হুমম,,হুমম,,হুমমহুমম,,
হুমম,,হুমম,,হুমম,,হুমম,,হুমমহুমম,,
যদি হাত টা তোমার ছুঁয়ে ফেলি
দূষ্টু বাহানাতে
যদি কপাল জুড়ে টিপ এঁকে দেই
ভিন্ন অজুহাতে
যদি হাত টা তোমার ছুঁয়ে ফেলি
দূষ্টু বাহানাতে
যদি কপাল জুড়ে টিপ এঁকে দেই
ভিন্ন অজুহাতে
ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি
যদি ভালোবাসি বলে ফেলি
নানান কথার ছলে,
যদি আজি তোমার নাম লিখে নেই
একলা আমার দলে
যদি ভালোবাসি বলে ফেলি
নানান কথার ছলে,
যদি আজি তোমার নাম লিখে নেই
একলা আমার দলে,
ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
যদি আমার আঙ্গুল গুলো হারিয়ে ফেলি
তোমার খোলা চুলে,
যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি
একটুখানি ভুলে,
ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
আমি কিন্তু তোমার ব্যাথায়
সবচেয়ে বেশি কাঁদি,
হুমম,,হুমম,,হুমম,,হুমম,, হুমমহুমম,,
হুমম,,হুমম,,হুমম,,হুমম,, হুমমহুমম,,
হুমম,,হুমম,,হুমম,,হুমম,, হুমমহুমম,,