menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে (Tumi Bole Dakle Boro Modhur Lage)

Md.Khurshid Alamhuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
Letra
Gravações
গানের কথাঃ তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

চলচ্চিত্রঃ আরাধনা (১৯৭৯ইং),

শিল্পীঃ মোঃ খুরশীদ আলম,

বাংলা সঙ্গীত একাডেমী...

তুমি......

Short Music

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

আজ থেকে আর আপনি বলে ডেকোনা,

আমাকে,আমাকে...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

এই মিলনের ক্ষণ ছোট ছোট,

ঐ বিরহের রাত বড় বড় ওওওওওও

মিলনের ক্ষণ ছোট ছোট,

ঐ বিরহের রাত বড় বড় ওওওওওও

হাতে হাত রেখে চলো চলে যাই,

ঐ ঘরমুখো মনটাকে ছাড়ো,

ছেড়ো না আমাকে,আমাকে...তুমি...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

ঐ আকাশের মেঘ কালো কালো,

প্রিয়তমেষুর চোখ আরও কালো ওওওওওও

আকাশের মেঘ কালো কালো,

প্রিয়তমেষুর চোখ আরও কালো,

সূর্যের আলো সেতো কিছু নয়,

মোর প্রেমিকার মুখ ঝলোমলো,

সে আলোয় ডেকেছ আমাকে... তুমি...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

আজ বিকেলের রোদ ঝিলিমিলি ঈঈঈঈঈ

চলো আরো কিছুক্ষণ খেলা করি ঈঈঈঈঈ

বিকেলের রোদ ঝিলিমিলি

চলো আরো কিছুক্ষণ খেলা করি ঈঈঈঈঈ

হাসিখুশি দিয়ে মন ভরে থাক,

কিছু কথা বিনিময় আজ হয়ে যাক,

কথা দাও,কথা দাও,আমাকে... তুমি...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...

আজ থেকে আর আপনি বলে ডেকোনা,

আমাকে,আমাকে...

তুমি বলে ডাকলে বড় মধুর লাগে...।

আল বিদা...

Mais de Md.Khurshid Alam

Ver todaslogo

Você Pode Gostar