ঈদ মোবারাক
আসসালামু আলাইকুম,
এলো খুশির মওশুম
আসসালামু আলাইকুম,
এলো খুশির মওশুম
রমজানের ঐ রোজার পরে
এলোরে আজ ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ
আকাশ আলো করে চাঁদ হেসেছে,
মনের মেহেফিল জমে উঠেছে
এই পাড়া ঐ পাড়া সব পাড়াতে,
চলবে ঈদের পার্টি আজকে রাতে
আরে সারাটা দুনিয়া জুড়ে
এলোরে আজ ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
নতুন পাঞ্জাবি পড়বো গায়ে,
নামাজ আদায় হবে ঈদ গাহে
বলবো সবার কথা আজ দুয়াতে,
বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে
সবই তোমার মেহেরবানি ওগো মুর্শিদ,
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
আসসালামু আলাইকুম,
এলো খুশির মরশুম,
রমজানের ওই রোজার পরে
এলোরে আজ ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ,
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ
ঈদ মোবারাক ঈদ
...thank you...