menu-iconlogo
huatong
huatong
avatar

**যেখানেই থাকো তুমি। jekhanei thako tme

melody music worldhuatong
༆⑅⃝🦅𓅂𝐊𝐎𝐊𝐈𝐋𓅂༆⑅⃝🦅huatong
Letra
Gravações
Upload by kokil

MMW- 1023247

Room-721881

Choice by Diju

_______________

_______________

গানঃ- তেরো নদী সাত সমুদ্দুর

Singer- James (Nagar baul)

যেখানেই থাক তুমি যাও যতদূর

সেখানে পৌঁছে যাবে আমার সুর

যেখানেই থাক তুমি যাও যতদূর

সেখানে পৌঁছে যাবে আমার সুর

এই গান পাড়ি দেবে প্রয়োজনে

,

তের নদী সাত সমুদ্দুর।

তের নদী সাত সমুদ্দুর।

💞

💞

===মিউজিক ===

💞

💞

মেঘের বারণ ভুলে

যেখানে তুমার চুলে

খেলা করে এখনো দুপুর।

মেঘের বারণ ভুলে

যেখানে তুমার চুলে

খেলা করে এখনো দুপুর

সেখানে পৌঁছে যাবে আমার সুর

এই গান পাড়ি দেবে প্রয়োজনে

তের নদী সাত সমুদ্দুর।

তের নদী সাত সমুদ্দুর।

💞

💞

===মিউজিক ===

💞

💞

যেখানে গভীর রাতে

হাতের পরশে হাতে

চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর

যেখানে গভীর রাতে

হাতের পরশে হাতে

চুড়ি বাঁজে ঝানাঝানাঝুর

সেখানে পৌঁছে যাবে আমার সুর

এই গান পাড়ি দেবে প্রয়োজনে

তের নদী সাত সমুদ্দুর।

তের নদী সাত সমুদ্দুর।

যেখানেই থাক তুমি যাও যতদূর

সেখানে পৌঁছে যাবে আমার সুর

যেখানেই থাক তুমি যাও যতদূর

সেখানে পৌঁছে যাবে আমার সুর

এই গান পাড়ি দেবে প্রয়োজনে

তের নদী সাত সমুদ্দুর।

তের নদী সাত সমুদ্দুর।

Mais de melody music world

Ver todaslogo

Você Pode Gostar