menu-iconlogo
huatong
huatong
avatar

Chand Tara Shurjo Noy Tumi

Mileshuatong
shydurrahman-🎷🎷ABS🎸🎸huatong
Letra
Gravações
চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না…

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না…

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না…

তোমার কথা ভেবে আমি

গল্প কবিতা আর কাব্য লিখি

তোমার চোখে চেয়ে থেকে

সুন্দর আমার পৃথিবী দেখি…

আহা হা ------------

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না…

This Song Arranged By Shydur Rahman

জীবন চলার পথে জানি

তুমি প্রথম দিয়েছ দেখা

ভুল বুঝে কোনোদিন

আমায় তুমি করোনা একা

আহা হা ---------------

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না…

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না…

চাঁদ তারা সূর্য নও তুমি

নও পাহাড়ী ঝর্না

যদি বলি ফুল তবুও হবে ভুল

তোমার তুলনা হয়না…

তুমি না এলে এই পৃথিবী আমার

হারাবে আপন ঠিকানা

যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার

ভেঙ্গে যাবে জানো না…

This Song Arranged By Shydur Rahman

Mais de Miles

Ver todaslogo

Você Pode Gostar