menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Tumi

Milonhuatong
oudenakenhuatong
Letra
Gravações
আল্লাহ তুমি খেয়াল রেখো.. এই আমার প্রতি

আমার দ্বারা হয়না যেন,কারো কোন ক্ষতি..

আল্লাহ তুমি খেয়াল রেখো.. এই আমার প্রতি

আমার দ্বারা হয়না যেন,কারো কোন ক্ষতি..

করতে পারি শুধু যেন,তোমার ইবাদত..

তোমার পাপী এ বান্দাকে করো রহমত..

আল্লাহ্ তুমি....

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

তুমি ছাড়া হবে না এই রুহের কোন গতি

ক্ষমা করে দিও আমায় হে জগতপতি

হো..তুমি ছাড়া হবে না এই রুহের কোন গতি

ক্ষমা করে দিও আমায় হে জগতপতি

করতে পারি শুধু যেন তোমার ইবাদত..

তোমার পাপী এ বান্দাকে করো রহমত..

আল্লাহ্ তুমি....

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক কর দান

তোমার কাছে আর কিছুই চায়না আমার প্রাণ

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক কর দান

তোমার কাছে আর কিছুই চায়না আমার প্রাণ

করতে পারি শুধু যেন তোমার ইবাদত..

তোমার পাপী এ বান্দাকে করো রহমত..

আল্লাহ্ তুমি....

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই রব ই সব আমার

॥॥• ধন্যবাদ •॥॥

Mais de Milon

Ver todaslogo

Você Pode Gostar