ও যার অন্তরে বাহিরে কোন তফাত নাই
শিল্পী: রথীন্দ্রনাথ রায়
MOHON ID-13307268503
1) ও যার অন্তরে, বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে, কোনখানে, বলো আমি যাই
আমি তারেই শুধু চাই, বলো কেমন কইরা পাই
তারেই শুধু চাই, বলো কেমন কইরা পাই
2) ও যার অন্তরে, বাহিরে, কোনই তফাত নাই
ও তার সন্ধানে, কোনখানে, বলো আমি যাই।
MOHON (ID-13307268503)
1) একবার তুমি ভাবো রে ম-ন....
একবার তুমি ভাবো রে মন
নিরলে বসিয়া
আপন ছাড়া, পরের লাইগা...
কী করলা আসিয়া
2) সাধের জীবন গেল বইয়া
মানুষ নামে জনম লইয়া
সাধের জীবন গেল বইয়া
মানুষ নামে জনম লইয়া
কান্দি আমি তাই
আমার কোন গতি নাই~
কেমন কইরা যাই
বলো, কেমন কইরা যাই
1) ও যার অন্তরে, বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে, কোনখানে বলো আমি যাই
MOHON (ID-13307268503*)
2) যেই ধন পাইলে, ধন্য জীবন...
যেই ধন পাইলে ধন্য জীবন
হবে রে মন তোর
থাকতে সময় করলি নারে....
তাহারই খবর
1) সামনে আছে নিঠুর মরণ
সেই কথাটি হয়না স্মরণ
সামনে আছে নিঠুর মরণ
সেই কথাটি হয়না স্মরণ
বইসা ভাবি তাই
আমার সঙ্গী সাথী নাই
কেমন কইরা যাই
বলো, কেমন কইরা যাই
2) ও যার. অন্তরে বাহিরে কোনই তফাত নাই
ও তার. সন্ধানে কোনখানে বলো আমি যাই।
আমি, তারেই শুধু চাই, বলো কেমন কইরা পাই
তারেই শুধু চাই, বলো কেমন কইরা পাই
1) ও যার অন্তরে, বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে, কোনখানে বলো আমি যাই।