প্রেম সবারই জীবনে আসে
শিল্পী:মনির খান & সাবিনা ইয়াছমিন
মুভি:জিদ্দি বউ
Track: MOHON
(F) প্রেম, সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে
প্রেম, সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে..বুঝি
কেউ আমাকে ভালোবেসেছে..বুঝি
কেউ আমাকে, ভালোবেসেছে
(M) প্রেম সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে
প্রেম,সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে বুঝি..
কেউ আমাকে ভালোবেসেছে বুঝি
কেউ আমাকে ভালোবেসেছে
Choice: SohelTanvir
(F) বুকের ভেতরে যেথায়, প্রাণটি থাকে..
দেখেছে সেথায় মন
দেখেছে তাকে হায়, দেখেছে তাকে,
wait......
(M) হৃদয় জুড়ে এতো,ভালোবাসা যার
এ জীবন তারি মোর
প্রেমো উপহার..,প্রেমো উপহার
(F) সুখেরি নদীর জলে
দু চোখ আমার ভেসেছে..বুঝি
কেউ আমাকে, ভালোবেসেছে
বুঝি কেউ আমাকে, ভালোবেসেছে
Track: MOHON
(F) চোখের মণিতে প্রেমের, আলো থাকে..
দেখেছে সেথায় মন
দেখেছে তাকে হায়, দেখেছে তাকে,
wait......
(M) মিলনও মধুর সুরে,সানাই বাজে..
এসো গো প্রিয়া বুকে
বধূরও সাজে এসো, বধূরও সাজে
(F) সুখেরো নদীর জলে
দু চোখ আমার ভেসেছে-- বুঝি
কেউ আমাকে ভালোবেসেছে
(M) বুঝি কেউ আমাকে ভালোবেসেছে
(F) প্রেম, সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে
প্রেম. সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে..বুঝি
কেউ আমাকে ভালোবেসেছে বুঝি
কেউ আমাকে ভালোবেসেছে
(M) প্রেম, সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে
প্রেম, সবারই জীবনে আসে
আমারও জীবনে প্রেম এসেছে..বুঝি
কেউ আমাকে, ভালোবেসেছে..বুঝি
কেউ আমাকে ভালোবেসেছে