menu-iconlogo
huatong
huatong
avatar

Konna Kon Grame Ghor

Momtaz Begumhuatong
starr967huatong
Letra
Gravações
কন্যা কোন গেরামে ঘর

তোমার কোথায় ঠিকানা

দেইখা তোমায় হইলাম পাগল

হইলাম দিওয়ানারে কন্যা কোন গেরামে ঘর

আমি মাষ্টরের মাইয়া

আমার নাম হইল বিলকিছ

কলেজেতে পড়ি আমি

বয়স উনিশ বিশ আমি মাষ্টরের মাইয়া

চেয়ারম্যানের পোলা আমি

আইছি যাত্রা দেখতে

তোমার রুপের ঝলক দেইখা

মন পারিনা রাখতে কন্যা কোন গেরামে ঘর

তোমার কোথায় ঠিকানা

দেইখা তোমায় হইলাম পাগল

হইলাম দিওয়ানারে কন্যা কোন গেরামে ঘর

এমন কথা কইলে আমার

সরম লাগে মনে

প্রেম পিরিতির কথা কইয়া

মাইরনা আর প্রানে আমি মাষ্টরের মাইয়া

আমার নাম হইল বিলকিছ

কলেজেতে পড়ি আমি

বয়স উনিশ বিশ আমি মাষ্টরের মাইয়া

প্রথম দেখাই সখি তুমি

কাইরা নিলা মন

আমি তোমার তুমি আমার

থাইকো গো আপন আমি মাষ্টরের মাইয়া

আমার নাম হইল বিলকিছ

কলেজেতে পড়ি আমি

বয়স উনিশ বিশ আমি মাষ্টরের মাইয়া

কন্যা কোন গেরামে ঘর

তোমার কোথায় ঠিকানা

দেইখা তোমায় হইলাম পাগল

হইলাম দিওয়ানারে কন্যা কোন গেরামে ঘর

আমি মাষ্টরের মাইয়া

আমার নাম হইল বিলকিছ

কলেজেতে পড়ি আমি

বয়স উনিশ বিশ আমি মাষ্টরের মাইয়া

Mais de Momtaz Begum

Ver todaslogo

Você Pode Gostar