menu-iconlogo
logo

মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

logo
avatar
Monir Khan/Konok Chapalogo
🌹❤👏_UZZAL-SHARMA_👏🌹❤logo
Cantar no App
Letra

মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব-রে তোমার বাড়ি,

আলতা রাঙ্গা পায়ে শোন গো মেয়ে,

অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি,

বাঁজবে সানাই,নাচবে সবাই,

বাঁজবে সানাই নাচবে সবাই

বিয়ে হয়ে যাবে-রে দুজনার-ই,

মাথায় পাগড়ী পড়ে বন্ধু তুমি,

বর সেজে যাবে-রে আমার বাড়ি,

আলতা রাঙ্গা পায়ে এইতো আমি,

অঙ্গে জড়াব এই বধুর শাড়ী,

বাজবে সানাই,নাচবে সবাই,

বাজবে সানাই নাচবে সবাই,

বিয়ে হয়ে যাবে-রে দুজনার-ই,

মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব-রে তোমার বাড়ি..

বিয়ের পরে,বাসর ঘরে,

তুমি আমি মিলবো দু-জন,

চোখে চোখে, লজ্জা মেখে,

কত কথা বলব তখন,

পৃথিবীর কোলাহল যাবে-রে থেমে,

জীবনের গল্পটা সাজাবো প্রেমে,

স্বপ্নের আকাশে দেব পাড়ি,

মাথায় পাগড়ী পড়ে বন্ধু তুমি,

বর সেজে যাবে-রে আমার বাড়ি..

বলে এই মন,পেলাম এখন,

আমি যেন নতুন জীবন,

হৃদয় ভরে,নতুন করে,

ভালবাসা করব গ্রহন..,

তুমি আছ এ বুকের মধ্যে খানে,

তুমি ছাড়া জীবনের নেইতো মানে,

এক মন এক প্রাণ দু'জনার-ই,

এ মাথায় পাগড়ী পড়ে এইত আমি,

বর সেজে যাব-রে তোমার বাড়ি,

আলতা রাঙ্গা পায়ে এইত আমি,

অঙ্গে জড়াব এই বধুর শাড়ি,

বাজবে সানাই,নাচবে সবাই,

বাজবে সানাই নাচবে সবাই,

বিয়ে হয়ে যাবে-রে দুজনার-ই

হ্যা.মাথায় পাগড়ি পড়ে এইতো আমি,

বর সেজে যাব-রে তোমার বাড়ি,

ধন্যবাদ-সবাইকে