menu-iconlogo
huatong
huatong
monir-khan--cover-image

এই ভেজা রাত এই হাওয়া

Monir Khanhuatong
pale_blue_eyeshuatong
Letra
Gravações
এই ভেজা রাত, এই হাওয়া

একটু তোমায় কাছে পাওয়া

চাঁদ ডুবে যায় মেঘে মেঘে

অন্তরে কিছু কিছু চাওয়া

স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম

দূর থেকে আরো কাছে যাওয়া ও

এই ভেজা রাত, এই হাওয়া...

একটু তোমায় কাছে পাওয়া

হৃদয়ে সাজাই আমি হাজারো আশা

পড়ে দেখ চোখে সে না বলা ভাষা

হে হৃদয়ে সাজাই আমি হাজারো আশা

পড়ে দেখ চোখে সে না বলা ভাষা

স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে

জোছনার'ই আলো দিয়ে ধুয়া ওও

এই ভেজা রাত, এই হাওয়া...

একটু তোমায় কাছে পাওয়া

চাঁদ ডুবে যায় মেঘে মেঘে

অন্তরে কিছু কিছু চাওয়া

হে,পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে

ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে

পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে

ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে

সূর্যের মত তুমি সত্যি আমার

রোদ হয়ে মনে দিলে ছোঁয়া ও.

এই ভেজা রাত, এই হাওয়া...

একটু তোমায় কাছে পাওয়া

চাঁদ ডুবে যায় মেঘে মেঘে

অন্তরে কিছু কিছু চাওয়া

স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম

দূর থেকে আরো কাছে যাওয়া ও

এই ভেজা রাত, এই হাওয়া

একটু তোমায় কাছে পাওয়া

Mais de Monir Khan

Ver todaslogo

Você Pode Gostar