নতুন নতুন গান পেতে আমার সংবুক দেখুন
গান কপি বা রি আপলোয়েড দিবেন না
গানের স্বরলিপি পরিবার
মেয়ে: ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি
প্রাণের চেয়ে দামী
যেখানেই যাই আমি
যেদিকেই চাই আমি
শুধু দেখি তুমি
তুমি শুধু তুমি
ছেলে: ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি
প্রাণের চেয়ে দামী
যেখানেই যাই আমি
যেদিকেই চাই আমি
শুধু দেখি তুমি
তুমি শুধু তুমি
মেয়ে: ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি
প্রাণের চেয়ে দামী
ছেলে: যেটুকু নিয়েছো প্রেম
সেতো তোমারই
যেটুকু দিয়েছো প্রেম
সেও তোমারই
আ আ আ আ
মেয়ে: যেটুকু নিয়েছো প্রেম
সেতো তোমারই
যেটুকু দিয়েছো প্রেম
সেও তোমারই
ছেলে: যেই গান গাই আমি
যার পথও চাই আমি
সেতো দেখি তুমি
তুমি শুধু তুমি
মেয়ে: ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি প্রাণের চেয়ে দামী
মেয়ে: সুখে ভরা এই মন
সেতো তোমারই
অশ্রু ভেঁজা নয়ন
সেও তোমারই
আ আ আ আ
ছেলে: সুখে ভরা এই মন
সেতো তোমারই
অশ্রু ভেঁজা নয়ন
সেও তোমারই
মেয়ে: যার কাছে ঋণী আমি
অচেনাও চিনি আমি
সেতো দেখি তুমি
তুমি শুধু তুমি
ছেলে : ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি
প্রাণের চেয়ে দামী
যেখানেই যাই আমি
যেদিকেই চাই আমি
শুধু দেখি তুমি
তুমি শুধু তুমি
মেয়ে: ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি
প্রাণের চেয়ে দামী
যেখানেই যাই আমি
যেদিকেই চাই আমি
শুধু দেখি তুমি
তুমি শুধু তুমি
ছেলে : ভালোবাসার চেয়েও
অনেক বেশি প্রিয়
আমার কাছে তুমি
প্রাণের চেয়ে দামী