menu-iconlogo
huatong
huatong
monpura-nithua-pathare-cover-image

Nithua pathare

Monpurahuatong
R.Ahmed13huatong
Letra
Gravações
নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে

ধরো, বন্ধু, আমার কেহ নাই

নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে

ধরো, বন্ধু, আমার কেহ নাই

ধরো, বন্ধু, আমার কেহ নাই

তোলো, বন্ধু, আমার কেহ নাই

চিকন ধুতিখানি পরিতে না জানি

না জানি বান্ধিতে কেশ

চিকন ধুতিখানি পরিতে না জানি

না জানি বান্ধিতে কেশ

না জানি বান্ধিতে কেশ

না জানি বান্ধিতে কেশ

Music

অল্প বয়সে পিরিতি করিয়া

হয়ে গেল জীবনের শেষ

অল্প বয়সে পিরিতি করিয়া

হয়ে গেল জীবনের শেষ

হয়ে গেল জীবনের শেষ

হয়ে গেল জীবনের শেষ

প্রেমের মুরালি বাজাতে নাহি জানি

না পারি বান্ধিতে সুর

প্রেমের মুরালি বাজাতে নাহি জানি

না পারি বান্ধিতে সুর

না পারি বান্ধিতে সুর

না পারি বান্ধিতে সুর

নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে

ধরো, বন্ধু, আমার কেহ নাই

ধরো, বন্ধু, আমার কেহ নাই

তোলো, বন্ধু, আমার কেহ নাই

ধরো, বন্ধু, আমার কেহ নাই

তোলো, বন্ধু, আমার কেহ নাই

Mais de Monpura

Ver todaslogo

Você Pode Gostar