menu-iconlogo
huatong
huatong
avatar

বাংলা ভাওয়াইয়া গান উদাস দুপুর বেলা সখি

MrIslam053huatong
মোহাম্মদদিদারুলইসলামhuatong
Letra
Gravações
বাংলা ভাওয়াইয়া গান উদাস দুপুরবেলা সখি

উদাস দুপুর বেলা সখি

আসবে কি একলা নদীর ঘাটে..রে,.

দেখতে তোমায় মন চাইছে..

ও কি দেখতে তোমায় মন চাইছে...

উদাস দুপুর বেলা সখি

আসবে কি একলা নদীর ঘাটে..রে,.

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে।।

আপলোড মোহাম্মদ দিদারুল ইসলাম

একবার যদি আসো সখি

জল ভরিবার ছলে।

মনের কথা বলবো তোমায়

বসে কদম ত..লে,

মনের কথা বলবো তোমায়

বসে কদম তলে।

তুমি সকল দুঃখ ভুলে যেও

চোখের পানে চেয়ে,

মিউজিক

তুমি সকল দুঃখ ভুলে যেও

চোখের পানে চেয়ে,

আর শক্ত কইরা ধরিয়ো হাত

ছাইড়া যাইবার ভয়ে,

দেখতে তোমায় মন চাইছে..

ও কি দেখতে তোমায় মন চাইছে...

উদাস দুপুর বেলা সখি

আসবে কি একেলা নদীর ঘাটে..রে,

দেখতে তোমায় মন চাইছে..

ও কি দেখতে তোমায় মন চাইছে.

আপলোড মোঃ দিদারুল ইসলাম

আর না জানি মুই লিখতে চিঠি

না জানি মুই পড়তে।

বাঁশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছুটে,

বাঁশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছুটে।

উথাল পাথাল নদীর ঢেউয়ে

বুকে জোয়ার ভাটা চলে..

মিউজিক

আরে উথাল পাথাল নদীর ঢেউয়ে

বুকে জোয়ার ভাটা চলে,

চেয়ে তোমার পা..নে,

দেখতে তোমায় মন চাইছে..

ওকি দেখতে তোমায় মন চাইছে...

উদাস দুপুর বেলা সখি

আসবে কি একলা নদীর ঘাটে..রে..

দেখতে তোমায় মন চাইছে..

ওকি দেখতে তোমায় মন চাইছে..

ও কি দেখতে তোমায়, মন চাইছে..

Mais de MrIslam053

Ver todaslogo

Você Pode Gostar