menu-iconlogo
huatong
huatong
msreza--cover-image

না চিনিতে মানুষ আমি প্রেম করেছি

M.S.REZAhuatong
এমএসরেজাhuatong
Letra
Gravações
না চিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে

না বুঝিতে প্রেমের জ্বালা ঝাঁপ দিয়েছি আগুনে

না চিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে

না বুঝিতে প্রেমের জ্বালা ঝাঁপ দিয়েছি আগুনে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

তোমায় নিয়া বান্ধিব ঘর মনে ছিল আশা

ওরে হৃদয় থেকে দাওনি আমায় একটু ভালোবাসা

উৎস্বর্গ ইমরান ভাই

তোমায় নিয়া বান্ধিব ঘর মনে ছিল আশা

ওরে হৃদয় থেকে দাওনি আমায় একটু ভালোবাসা

প্রেমে যত সর্বনাশা ভুলে ভরা জীবনে

প্রেমে যত সর্বনাশা ভুলে ভরা জীবনে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

পছন্দের মিউজিকের জন্য +8801929420546

মিষ্টি মিষ্টি কথায় তুমি ছিলে ছলনায়

কষ্টের দাবানলে আমি জ্বলেপুড়ে যায়

মিষ্টি মিষ্টি কথায় তুমি ছিলে ছলনায়

কষ্টের দাবানলে আমি জ্বলেপুড়ে যায়

নেই কোন সুখের ঘুম স্বপ্ন দেখা নয়নে

নেই কোন সুখের ঘুম স্বপ্ন দেখা নয়নে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

না চিনিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে

না বুঝিতে প্রেমের জ্বালা ঝাঁপ দিয়েছি আগুনে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

দেহ মনে ধরছে পচন সইগো প্রেমের জখমে

Mais de M.S.REZA

Ver todaslogo

Você Pode Gostar