menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলারে

Mujib Pardeshihuatong
nitetrainbillhuatong
Letra
Gravações
দিনে রাইতে তোমায় আমি..

খুঁইজা মরিরে আমার

সোনা বন্ধুরে

তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

দিনে রাইতে তোমায় আমি

দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরিরে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

ভুলিবেনা মোরে, এই জীবন গেলে

ভুলিবেনা মোরে, এই জীবন গেলে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

সোনার জীবন অঙ্গার হইব

সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই

ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই

মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।

পরকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।

যদি না পাই সেকালে, প্রেম যাইবে বিফলে

যদি না পাই সেকালে, প্রেম যাইবে বিফলে

তখন কিন্তু বলব আমি

তখন কিন্তু বলব আমি

প্রেম কিছুই নারে . . .

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

ভুলিবেনা মোরে, এই জীবন গেলে

ভুলিবেনা মোরে, এই জীবন গেলে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে

সোনার জীবন অঙ্গার হইব

সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

Mais de Mujib Pardeshi

Ver todaslogo

Você Pode Gostar