menu-iconlogo
huatong
huatong
avatar

Venge Dile Mon

Nasirhuatong
beefyboy1huatong
Letra
Gravações
আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই

আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই

মনেরই অরণ্য হয়ে গেছে শূন্য

মরুর বুকে যেমন বৃক্ষ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

নিঃস্ব হয়ে গেছি যেমন নিঃস্ব করে বৈশাখী ঝড়

আপন করে শেষে করেছো পর

নিঃস্ব হয়ে গেছি যেমন নিঃস্ব করে বৈশাখী ঝড়

আপন করে শেষে করেছো পর

কোনো পরাজয় তোমার সে নয়

হৃদয় ভাঙার কোনো সাক্ষ্য নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

স্বপ্ন ভেঙে গেছে, জীবন থমকে আছে, নেই চোখে জল

জীবন এখন আমার শেষ সম্বল

স্বপ্ন ভেঙে গেছে, জীবন থমকে আছে, নেই চোখে জল

জীবন এখন আমার শেষ সম্বল

তুমি নিশ্চয় পাবে আশ্রয়

শুধু আমার কোনো লক্ষ্য নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই

যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই

মনেরই অরণ্য হয়ে গেছে শূন্য

মরুর বুকে যেমন বৃক্ষ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

Mais de Nasir

Ver todaslogo

Você Pode Gostar