menu-iconlogo
huatong
huatong
nemesis-ishtiaque-obocheton-cover-image

Ishtiaque_Obocheton

Nemesishuatong
Ishtiaque🔥🎸☣️huatong
Letra
Gravações
SONG: Obocheton

Band: Nemesis

"FOLLOW ON" Ishtiaque

বিনিদ্র প্রহর

আমি হতাশায়

যাচ্ছি একা

কোন অজানায়

পেছনে ফেলে সব স্মৃতিগুলো

আমি অজানায়

"FOLLOW ON" Ishtiaque

ভাবনাগুলো আজ মায়াময়

কল্পনাতেই যেন থমকে রয়

চেতনা মোর বিষণ্ণতায়

একাকী যেন কষ্ট পায়

আঁধারে যেন অশরীরি

হাত বাড়িয়ে ডাকে আমায়

ছুটেছি আজ আমি অজানায়

কল্পনাটা যেন থমকে রয়

ছুটেছি...

কল্পনা আর বাস্তবতা

মিলে মিশে একাকার

অনুভূতি প্রতিনিয়ত

নতুন কোন আবিষ্কার

সময় যেন বিষণ্ণতায়

অস্থির আজ তার গতি

সুখ দুঃখ একই সাথে

মিশ্র এক অনুভূতি

তবুও আঁধার

রাখে ঘিরে এই আমায়

ছুটেছি আমি পথের শেষ কোথায়

চারিদিক শব্দহীন

অনন্ত অসীম

উজ্জ্বল আধারের মাঝে

কায়াহীন

"FOLLOW ON" Ishtiaque

কল্পনা আর বাস্তবতা

মিলে মিশে একাকার

অনুভুতি প্রতিনিয়ত

নতুন কোন আবিষ্কার

সময় যেন বিষণ্ণতায়

অস্থির আজ তার গতি

সুখ দুঃখ একই সাথে

মিশ্র এক অনুভূতি

"FOLLOW ON" Ishtiaque

Mais de Nemesis

Ver todaslogo

Você Pode Gostar