menu-iconlogo
huatong
huatong
avatar

Chup Tarader Gaan

Nilanjan Ghosalhuatong
rickb81huatong
Letra
Gravações
দালান জুড়ে বুক পেতেছি

রাঁধবি বসে তুই

দালান জুড়ে বুক পেতেছি

রাঁধবি বসে তুই

শুকনো উঠোন রইলো পড়ে

চোখের জলে ধুই

শুকনো উঠোন রইলো পড়ে

চোখের জলে ধুই

ছাদের উপর মন মেলেছি

ঠান্ডা শীতল হাওয়া

ছাদের উপর মন মেলেছি

ঠান্ডা শীতল হাওয়া

ভর দুপুরে তৃষ্ণা মেটায়

এমনিই চোখের চাওয়া

ভর দুপুরে তৃষ্ণা মেটায়

এমনিই চোখের চাওয়া

চুপ তারাদের ঘুম এসে যায়

চুপ তারাদের ঘুম এসে যায়

শান্ত জলে ডুব

চুপ তারাদের ঘুম এসে যায়

শান্ত জলে ডুব

আঁধার কালো রাত্রিবেলায়

বাড়ছে মায়া খুব

আঁধার কালো রাত্রিবেলায়

বাড়ছে মায়া খুব

শীতল ছাতিম সাজাই ঠোঁটে

থাকুক ছুঁয়ে গান

শীতল ছাতিম সাজাই ঠোঁটে

থাকুক ছুঁয়ে গান

আঁজলা ভরা দুঃখ জোটে

সমুদ্র সমান।

আঁজলা ভরা দুঃখ জোটে

সমুদ্র সমান।

আঁজলা ভরা দুঃখ জোটে

সমুদ্র সমান।

Mais de Nilanjan Ghosal

Ver todaslogo

Você Pode Gostar