কেউ জানে না মন যে আমার
কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়
হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়
কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়
হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়
এ হে হে আ হা হা
এ হে হে আ হা হা হা
সাদা হাঁসের সাঁতার কাটা দিঘির কালো জল
একটু তোমার ছায়া পেয়েই ফোটায় শতদল
সাদা হাঁসের সাঁতার কাটা দিঘির কালো জল
একটু তোমার ছায়া পেয়েই ফোটায় শতদল
সেই খুশী তেই পাঁপড়ি যে তার দোলে দখিনায়
হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়
কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়
হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়
মোনে মোনে যেদিন তোমায় দেখেছিল মোন
সেদিন থেকেই সাজিয়ে ছিল তোমায় প্রিয়োজন
মোনে মোনে যেদিন তোমায় দেখেছিল মোন
সেদিন থেকেই সাজিয়ে ছিল তোমায় প্রিয়োজন
তাইতো আসি ফিরে ফিরে চেনা ঠিকানায়
হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়
কেউ জানে না মন যে আমার কোথায় যেতে চায়
হরিণ চোখে চমক দিয়ে ডাকে কে আমায়
এ হে হে আ হা হা
এ হে হে আ হা হা হা
এ হে হে উহু হু
আ হা হা আ হা হা হা।