menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar barir ronger তোমার বাড়ির রঙ্গের মেলায়

Nishita baruahuatong
moserbexshuatong
Letra
Gravações
তোমার বাড়ির রঙের মেলায়

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

অন্তরে থাক পদ্ম গোলাপ

গদ্যে পদ্যে আঁকছি মুখ....

অন্তরে থাক পদ্ম গোলাপ

গদ্যে পদ্যে আঁকছি মুখ

ঘুরতে ছিলাম রঙের মেলায়

অপূর্ব সে তোমার চোখ

অমন পলক ফেলতে তো কেউ পারেনা

অমন পলক ফেলতে তো কেউ পারেনা

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরৎ চাইনি কোন দিন...

হঠাৎ তোমায় মন দিয়েছি

ফেরৎ চাইনি কোন দিন

মন কি তোমার হাতের নাটাই

তোমার কাছে আমার ঋণ

মন হারালেও মনের মানুষ হারায় না

মন হারালেও মনের মানুষ হারায় না

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

ডাইনে তোমার চাচার বাড়ি

বায়ের দিকে পুকুরঘাট

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

সেই ভাবনায় বয়স আমার বাড়েনা

তোমার বাড়ির রঙের মেলায়

দেখেছিলাম বায়স্কোপ

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা

বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা ।।

Mais de Nishita barua

Ver todaslogo

Você Pode Gostar