menu-iconlogo
huatong
huatong
avatar

Ovinoy

Noble Manhuatong
MdRafiuddin435huatong
Letra
Gravações
অভিনয়ের এইতো জীবন

অভিনয় যাচ্ছি করে,

অশ্রু জলে হৃদয় ভাসে

হাসছি তবু সুখের ভিড়ে।

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা,

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা।।

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা,

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা।।

Music

অদৃশ্য দাবার চালে

পরাজিত আমার হৃদয়,

তবু চাইছি আমি

তোমারি জয় যেন হয়।

লিখে রাখা ভাবনা গুলো

খুঁজবেনা আর ঠিকানায় ..

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা,

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা।।

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা,

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা।।

Music

ভেবেছি ফিরবোনা আর

তোমাদেরই জলসাঘরে,

যেখানে হৃদয় ভাঙ্গার

প্রতিদিন গল্প পোড়ে।

তোমার ভালো থাকার মাঝে

পথের কাঁটা হবোনা..

কি আগুন জমছে বুকে

জানে না কেউতো জানে না,

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না কেউতো বোঝে না।।

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা,

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা।।

Mais de Noble Man

Ver todaslogo

Você Pode Gostar