menu-iconlogo
huatong
huatong
avatar

Pakhi o poraner pakhi

Pantho Kanaihuatong
MdArfanKhanObakhuatong
Letra
Gravações
শুধু কি এই হৃদয়

কেঁদে যাবে একা একা?

জীবনে কি কখনো

পাবোনা আর তোর দেখা?

শুধু কি এই হৃদয়

কেঁদে যাবে একা একা?

জীবনে কি কখনো

পাবোনা আর তোর দেখা?

এভাবে পুড়ে যাবে মন কত আর

সয়ে যাবে সব ব্যাথা

কাঁদাবি তুই আর কত বল

জ্বালাবি তুই বল কথা

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া!

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া!

সুখের পাখায় উইড়া

যাবে কি তোর জীবন?

একাকী ডালে ডালে

উড়বি কতক্ষণ?

সুখের পাখায় উইড়া

যাবে কি তোর জীবন?

একাকী ডালে ডালে

উড়বি কতক্ষণ?

এভাবে পুড়ে যাবে মন কত আর

সয়ে যাবে সব ব্যাথা

কাঁদাবি তুই আর কত বল

জ্বালাবি তুই বল কথা

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া!

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া!

পাখিরে চোখের জলে

এই বুক যায় ভাসিয়া

জ্বাললি কি আগুন বুকে

দিয়া যা তুই নিভাইয়া।

পাখিরে চোখের জলে

এই বুক যায় ভাসিয়া

জ্বাললি কি আগুন বুকে

দিয়া যা তুই নিভাইয়া।

এভাবে পুড়ে যাবে মন কত আর

সয়ে যাবে সব ব্যাথা

কাঁদাবি তুই আর কত বল

জ্বালাবি তুই বল কথা

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া

এই হৃদয় কেঁদে যাবে একা একা?

জীবনে কি কখনো

পাবোনা আর তোর দেখা?

শুধু কি এই হৃদয়

কেঁদে যাবে একা একা?

জীবনে কি কখনো

পাবোনা আর তোর দেখা?

এভাবে পুড়ে যাবে মন কত আর

সয়ে যাবে সব ব্যাথা

কাদাবি তুই আর কত বল

জ্বালাবি তুই বল কথা

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া!

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া যা

তোর মেঘের ডানায় উড়াইয়া!

পাখি ও পরাণের পাখি

কই গেলি আমায় ছাইড়া!

আমারে তুই নিয়া

Mais de Pantho Kanai

Ver todaslogo

Você Pode Gostar