menu-iconlogo
huatong
huatong
piran-khan--cover-image

বাবা তুমি আমার

Piran Khanhuatong
pandoracgnhuatong
Letra
Gravações
আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে

তুমি জীবনের পথ চলা,

নিজে না খেয়ে তুমি খাওয়ালে

শেখালে কথা বলা।

বাবা তুমি আমার

যত খুশির কারন,

বলো তোমার মতো

করবে কে শাসন।

বাবা তুমি আমার

বেঁচে থাকার কারন,

নেই তোমার মতো

কেউ এতোটা আপন।।

দু পা, দু পা এগিয়ে

তোমার হাত ধরে,

পথ চলতে শিখেছি।

জানি না কতোটা বাধা

তুমি একা সয়েছো,

বূঝতে দাও নি কিছু।

আজ আমি হয়েছি বড়

নিজের মতো করে বুঝি সবই,

অজান্তে কত কি ভুল করেছি,

তুমি ক্ষমা করো আমায়।

বাবা তুমি আমার

যত খুশির কারন,

বলো তোমার মতো

করবে কে শাসন।

বাবা তুমি আমার

বেঁচে থাকার কারন,

নেই তোমার মতো

কেউ এতোটা আপন।।

Mais de Piran Khan

Ver todaslogo

Você Pode Gostar