গানটি কেউ কপি করবেন না
তুমি আমার বন্ধু
খেলার সাথী আমার রে
তোমার সাথে মজা
তোমার সাথী আড়ি
তুমি আমার বন্ধু
খেলার সাথী আমার রে
তোমার সাথে মজা
তোমার সাথে আড়ি
তুমি কাছে থাকলে
মায়া ভরে রাখলে
মনে হয় পাশে আমার আপন
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
পুতুল দিয়ে চড়ই বাতি আমরা দুজন খেলবো
রঙিন প্রজাপতি সেজে হাওয়ায় ডানা মেলবো
পুতুল দিয়ে চড়ই বাতি আমরা দুজন খেলবো
রঙিন প্রজাপতি সেজে হাওয়ায় ডানা মেলবো
পাতার বাশি বাজতে
আমার সাথে নাচতে
সাজবে তুমি গল্প বলা দাদু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
বাবার মতো তুমি আমার পূরন করবে বায়না
আমার দুচোখ হবে তোমার মুখটি দেখার আয়না
বাবার মতো তুমি আমার পূরন করবে বায়না
আমার দুচোখ হবে তোমার মিখটি দেখার আয়না
টাটটু ঘোড়া তুমি
চোড়বো পিঠে আমি
চোটে যাবে টগবগ করে টাটটু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
তুমি আমার বন্ধু
খেলার সাথী আমার রে
তোমার সাথে মজা
তোমার সাথে আড়ি
তুমি কাছে ডাকলে
মায়া ভরে রাখলে
মনে হয় পাশে আমার আপন
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ও চাচ্চু চাচ্চু আমার চাচ্চু
ধন্যবাদ সবাই কে