তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে
আজকের চেষ্টা আমার
তোমাদের সাথে মিশে সব ব্যাথা বুকে নিয়ে
আমিও যে হবো একাকার
আজকের চেষ্টা আমার ও...
আজকের চেষ্টা আমার
বন্যার ভয়াবহ রুপ
===
বন্যার ভয়াবহ রুপ
প্রকৃতি দারুন বিরুপ
বন্যার ভয়াবহ রুপ
প্রকৃতি দারুন বিরুপ
যদি মুছে দেয় এই বসবাস
আমাদের ঠিকানা নিবাস
আবার উঠবো জেগে নতুন করে
বুকে নিয়ে দুরন্ত সাহস
আবার গড়বো মোরা
ফসলেরি গোলা
আবার গড়বো মোরা
ফসলেরি গোলা
বিজয়ের এক ইতিহাস
আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে
আজকের চেষ্টা আমার
তোমাদের সাথে মিশে সব ব্যাথা বুকে নিয়ে
আমিও যে হবো একাকার
আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
Upload_By_PRINCESS_SK
=======
অথৈই পানির নিচে
যে তলা টুকু জেগে আছে
অথৈই পানির নিচে
যে তলা টুকু জেগে আছে
তাকেই আঁকড়ে ধরে
বাঁচব নতুন করে
সর্ব শক্তি মান আছে মোদের সহায়
দুঃখ বেদনা মোরা করিনা নাকো ভয়
আজো বেঁচে আছে যারা
দৃঢ় হাতে নেবে তারা
আজো বেঁচে আছে যারা
দৃঢ় হাতে নেবে তারা
শ্রমেরও শানিত হাতিয়ার
আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে
আজকের চেষ্টা আমার
তোমাদের সাথে মিশে সব ব্যাথা বুকে নিয়ে
আমিও যে হবো একাকার
আজকের চেষ্টা আমার ও...
আজকের চেষ্টা আমার
Upload_By_PRINCESS_SK
শস্য প্রলেভ মেখে জাগবে মাটি
=======
শস্য প্রলেভ মেখে জাগবে মাটি
আবার উঠবে ঘরে ফসলের আটি
আবার আসবে হাসি মুখেতে সবার
জনতার জীবনেতে আসবে জোয়ার
আজো বেঁচে আছে যারা
দৃঢ় হাতে নেবে তারা
আজো বেঁচে আছে যারা
দৃঢ় হাতে নেবে তারা
শ্রমেরও শানিত হাতিয়ার
আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে
আজকের চেষ্টা আমার
তোমাদের সাথে মিশে সব ব্যাথা বুকে নিয়ে
আমিও যে হবো একাকার
আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
ও আজকের চেষ্টা আমার
ধন্যবাদ