menu-iconlogo
huatong
huatong
pritom-amar-buker-pajor-jure-dukher-asfalon-cover-image

Amar buker pajor jure dukher asfalon

Pritomhuatong
꧁>⃟❁~S.K~✤⃟꧂huatong
Letra
Gravações
আমার বুকের পাজর জুড়ে

দুঃখের আস্ফালন,

হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া

ধোঁয়ার আস্তরণ;

আমার বুকের পাজর জুড়ে

দুঃখের আস্ফালন,

হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া

ধোঁয়ার আস্তরণ;

তোমার আকাশে রোজ জমে

চাঁদ তাঁরাদের মেলা!

তুমি কি আর বুঝবে মেয়ে,

স্বপ্ন পোড়ার জ্বালা!

আমার বুকের পাজর জুড়ে

দুঃখের আস্ফালন

হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া

ধোঁয়ার আস্তরণ;

তোমার আকাশে রোজ জমে

চাঁদ তাঁরাদের মেলা!

তুমি কি আর বুঝবে মেয়ে,

স্বপ্ন পোড়ার জ্বালা!

ও তুমি কি আর বুঝবে মেয়ে,

স্বপ্ন পোড়ার জ্বালা!

তুমি যখন যত্ন করে

ঠোঁটে আঁকো রেডরোজ

আমি তখন হন্যে হয়ে

করি টিউশানির খোঁজ;

তোমার দুপুর বিকেল কাটে

শুনে সস্তা প্রেমের গান

দিনবদলের ঘামে আমার

ওষ্ঠাগত এই প্রাণ!

ও...তুমি যখন যত্ন করে

ঠোঁটে আঁকো রেডরোজ

আমি তখন হন্যে হয়ে

করি টিউশানির খোঁজ;

তোমার দুপুর বিকেল কাটে

শুনে সস্তা প্রেমের গান

দিনবদলের ঘামে আমার

ওষ্ঠাগত এই প্রাণ!

তোমার কষ্ট বড়জোর ঐ

টিপ হাড়িয়ে ফেলা

তুমি কি আর বুঝবে মেয়ে

স্বপ্ন পোড়ার জ্বালা

তুমি কি আর বুঝবে মেয়ে

স্বপ্ন পোড়ার জ্বালা..

তুমি যখন লং ড্রাইভে

মার্সিডিস গাড়িতে

আমি তখন বি আর টি সি'র

টিকিট কাটার সারিতে;

তুমি দেখো রিমোট চেপে

সাস ভি কাভি বহু থি

আমি শুনি তারামনের

অনাহারি আকুতি;

ও..তুমি যখন লং ড্রাইভে

মার্সিডিস গাড়িতে

আমি তখন বি আর টি সি'র

টিকিট কাটার সারিতে;

তুমি দেখো রিমোট চেপে

সাস ভি কাভি বহু থি

আমি শুনি তারামনের

অনাহারি আকুতি;

তোমার কাছে কষ্ট মানে..

দুল হারিয়ে ফেলা

তুমি কি আর বুঝবে মেয়ে,

স্বপ্ন পোড়ার জ্বালা

তুমি কি আর বুঝবে মেয়ে,

স্বপ্ন পোড়ার জ্বালা

আমার বুকের পাজর জুড়ে

দুঃখের আস্ফালন,

হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া

ধোঁয়ার আস্তরণ;

আমার বুকের পাজর জুড়ে

দুঃখের আস্ফালন,

হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া

ধোঁয়ার আস্তরণ;

Mais de Pritom

Ver todaslogo

Você Pode Gostar