menu-iconlogo
logo

রোদেলা আকাশ

logo
Letra

তোমার এক চোখেতে রোদের আকাশ

অন্য চোখে ছায়া

তোমার জন্য বুকের ভেতর

বাড়ছে শুধু মায়া

হৃদয় জুড়ে তোমার জন্য

স্বপ্ন রাশি রাশি

আমার চেয়ে তোমায় আমি

ভালবাসি বেশী

আমার চেয়ে তোমায় আমি

ভালবাসি বেশী

ও মন গহীনে তোমায় রাখি

করে দেখো তুমি খোজঁ

তোমার প্রেমে পাগল আমি

কাছে থাকো রোজ

সুখের আচঁলে বাধো আমায় দিবানিশি

আমার চেয়ে তোমায় আমি

ভালবাসি বেশী

আমার চেয়ে তোমায় আমি

ভালবাসি বেশী