আখাউড়া ধরমপুরে আমার বাবার আস্তানা
সেখানে জিকির করে মাওলানা
আখাউড়া ধরমপুরে আমার বাবার আস্তানা
সেখানে জিকির করে মাওলানা
পানি গড়গড়াইয়া পড়তাছে
বাবায় আমায় ডাকতাছে
পানি গড়গড়াইয়া পড়তাছে
বাবায় আমায় ডাকতাছে
আয়রে মানিক আমার বুকে আয়-বাবা
আয়রে মানিক আমার বুকে আয়
বুকের ভিতর আছে প্রান
তার ভিতরে মেশিন গান
ভান্ডারী আমারে পাগল বানাইছে-বাবা
বুকের ভিতর আছে প্রান
তার ভিতরে মেশিন গান
ভান্ডারী আমারে পাগল বানাইছে
দেহের ভিতর আছে একখান
পানি তোলার চাপকল
সেখানে বাবায় চাপ দিয়াছে
দেহের ভিতর আছে একখান
পানি তোলার চাপকল
সেখানে বাবায় চাপ দিয়াছে
পানি গড়গড়াইয়া পড়তাছে
বাবায় আমায় ডাকতাছে
পানি গড়গড়াইয়া পড়তাছে
বাবায় আমায় ডাকতাছে
আয়রে মানিক আমার বুকে আয়-বাবা
আয়রে মানিক আমার বুকে আয়
বুকের ভিতর আছে প্রান
তার ভিতরে মেশিন গান
ভান্ডারী আমারে পাগল বানাইছে-বাবা
বুকের ভিতর আছে প্রান
তার ভিতরে মেশিন গান
ভান্ডারী আমারে পাগল বানাইছে-বাবা
বুকের ভিতর আছে প্রান
তার ভিতরে মেশিন গান
ভান্ডারী আমারে পাগল বানাইছে......
বুকের ভিতর আছে প্রান
তার ভিতরে মেশিন গান
ভান্ডারী আমারে পাগল বানাইছে.......