menu-iconlogo
huatong
huatong
raju-mondol-ajke-morle-kalke-doi-din-cover-image

Ajke Morle Kalke Doi Din

Raju Mondolhuatong
mini_jd_91huatong
Letra
Gravações
আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

থাকতে সময় করো আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

কত কষ্ট করে তুমি

করলা সাধের বাড়ি

সেই বাড়িতে ঠাই হবে না

যাইতে হবে ছারি

কত কষ্ট করে তুমি

করলা সাধের বাড়ি

সেই বাড়িতে ঠাই হবে না

যাইতে হবে ছারি

মহামায়া টানে তুমি

রবের বিধান ভুইলো না

পাপ পণ্যের হিসাব নিবে

একদিন মালিক রাব্বানা

থাকতে সময় কর আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

আঁধার ঘরে থাকবে পরে

সাইরা তুমি সব

কেউ রবে না সঙ্গে তোমার

থাকবে সেদিন রব

আঁধার ঘরে থাকবে পরে

সাইরা তুমি সব

কেউ রবে না সঙ্গে তোমার

থাকবে সেদিন রব

মিছে মায়ার এই দুনিয়া

ক্ষণিকের ঠিকানা ধনে

গরিব নেই ভেদাভেদ

মাটির হবে বিছানা

থাকতে সময় কর আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

আজকে মরলে কালকে দুই দিন

পরের দিন কেউ কাঁদবেনা

যাদের জন্য করলা কামাই

মরলে তারা চিনবে না

থাকতে সময় কর আমল

ঈমান করো খাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

শেষ ঠিকানা তোমার আমার

সাড়ে তিন হাত মাটি

Mais de Raju Mondol

Ver todaslogo

Você Pode Gostar