লিরিক্স এই ভেজা রাত এই হাওয়া
কন্ঠশিল্পীঃ মনির খান
এই ভেজা রাত এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া......
স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম
দূর থেকে আরও কাছে যাওয়া
এই ভেজা রাত এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
হৃদয়ে সাজাই আমি হাজার আশা
পড়ে দেখো চোখে সেই না বলা ভাষা
হে...হৃদয়ে সাজাই আমি হাজার আশা
পড়ে দেখো চোখে সেই না বলা ভাষা
স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে
জোছনার আলো দিয়ে ধোয়াও ও
এই ভেজা রাত এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া।।।
হে..! পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে
ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে
গানটি আপলোড করেছেন বিপ্লব বিবিএস ফ্যামিলি
পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে
ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে
সূর্যের মতো তুমি সত্যি আমার
রোদ হয়ে মনে দিলে ছোঁয়া o...
এই ভেজা রাত এই হাওয়া।।।
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া
স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম
দূর থেকে আরও কাছে যাওয়া o...
এই ভেজা রাত এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া