menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Pore Rubi Roy

R.D Burmanhuatong
100031070174huatong
Letra
Gravações
মনে পড়ে রুবি রায়,

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি।

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি।

রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে

বাস থেকে তুমি যবে নাবতে।

একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে

সে কথা কি কোনোদিন ভাবতে?

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি।

দ্বীপ জ্বলা সন্ধ্যায়,

দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়

কান্নার খাঁচা শুধু রেখেছি,

দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়

কান্নার খাঁচা শুধু রেখেছি,

ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি

স্বপ্নের জাল বৃথা বুনেছি।

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে

একদিন কত করে ডেকেছি,

আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি।

মনে পড়ে রুবি রায়,

মনে পড়ে রুবি রায় …

Mais de R.D Burman

Ver todaslogo

Você Pode Gostar

Mone Pore Rubi Roy de R.D Burman – Letras & Covers