menu-iconlogo
huatong
huatong
avatar

Jonak Joley _ জোনাক জ্বলে/Rifat-LRB

Rifat-LRBhuatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
Letra
Gravações
শিরোনামঃ জোনাক জ্বলে।

শিল্পীঃ হাবিব ও ন্যান্সি।

⫸=====Rifat=====⫷

M<] তোমারও কি কান্দন আসে

আমার মতন রইতে,

তোমারও কি বুক ভাইঙা যায়

মনের কথা কইতে ?

ও~ তোমারও কি কান্দন আসে

আমার মতন রইতে,

তোমারও কি বুক ভাইঙ্গা যায়

মনের কথা কইতে?

This Track Arranged By Rifat-LRB

নিশি রাইতে জোনাক জ্বলে

আমার ঘরে আন্ধার,

তোমারও কি ভালোবাসা

পুইড়া হইছে অঙ্গার?

Presented By GAAN BRISTY FAMILY-Room-897627

F<] চোখের জলে ভালোবাসার

হলো একটা নদী,

সেই নদীটা বুকের ভেতর

বইছে নিরবধি,

This Track Arranged By Rifat-LRB

F<] তোমার কাছে বলবো কি আর

মায়ার জালে বাঁধলে তুমি,

এখন শুধু সন্ধি করি

আমার সাথে আমি,

ভেঙে গেলে মন জোড়া নেয় না

ভালোবাসা কখনো তো ক্ষয় হয় না,

ধীরে ধীরে বাড়ে প্রেম,

অন্তরেতে তুমি

যুগে যুগে অতল তলে,

খুঁজি যে আমি,

M<] তোমারও কি কান্দন আসে

আমার মতন রইতে,

তোমারও কি বুক ভাইঙা যায়

মনের কথা কইতে ?

ও~ তোমারও কি কান্দন আসে

আমার মতন রইতে,

তোমারও কি বুক ভাইঙ্গা যায়

মনের কথা কইতে?

নিশি রাইতে জোনাক জ্বলে

আমার ঘরে আঁধার,

তোমারও কি ভালোবাসা

পুইড়া হইছে অঙ্গার?

⫸=ধন্যবাদ=⫷

Mais de Rifat-LRB

Ver todaslogo

Você Pode Gostar