menu-iconlogo
logo

Obhimani Brishti - অভিমানী বৃষ্টি (Hard)

logo
avatar
Ritu Rajlogo
publicstaticvoidmainlogo
Cantar no App
Letra
অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না

মান ভাঙাতে নূপুর দেব

ঝুমঝুমিয়ে নাচো না

ঝুমঝুমিয়ে নাচো না

নাচো না......

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না......

Instrumental

মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব

ভিজব তোমার সাথে

প্রেম প্লাবনে ভেসে যাব

যদি মান ভাঙে তাতে

মৃদু হাওয়ায় ছুঁয়ে যাব

ভিজব তোমার সাথে

প্রেম প্লাবনে ভেসে যাব

যদি মান ভাঙে তাতে

পুড়ে যাওয়া মন সে তো

প্রহর মানে না......

প্রহর মানে না......

প্রহর মানে না......

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না...

আ.........আ.........

মেঘ আকাশে মায়া দেব

স্বপ্ন যত ভালবাসায়

রঙ্ধনু রঙ হবো আমি

কাছে থাকার আশায়

মেঘ আকাশে মায়া দেব

স্বপ্ন যত ভালবাসায়

রঙ্ধনু রঙ হবো আমি

কাছে থাকার আশায়

মন খারাপের দিনে আর

দূরে থেকো না......

দূরে থেকো না......

দূরে থেকো না......

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না (অভিমানী বৃষ্টি তুমি)

অভিমানী বৃষ্টি তুমি, ফিরে এসো না (ফিরে তুমি এসো না)

মান ভাঙাতে নূপুর দেব

ঝুমঝুমিয়ে নাচো না

ঝুমঝুমিয়ে নাচো না

নাচো না

নাচো না

নাচো না...