menu-iconlogo
huatong
huatong
avatar

Tetul Pata | তেঁতুল পাতা তেঁতুল পাতা

Runa Laylahuatong
klincher1huatong
Letra
Gravações
তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে..

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে

তোমার সাথে প্রেম করিতে

আমার বড় সখ রে,

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে

তোমার সাথে প্রেম করিতে

আমার বড় সখ রে,

তোমার চোখে চোখ পরিলে

মন করে চন চল,

এক নজরে জলি উঠে,

প্রেমেরি লন্ঠন

তোমার চোখে চোখ পরিলে

মন করে চন চল,

এক নজরে..জলি উঠে

প্রেমেরি লন্ঠন,

সেই লন্ঠন জেলে আমি

লিখবো গোপনে,

তোমাকে, প্রেমের কবিতা,

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে,

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে,

তোমার সাথে প্রেম করিতে

আমার বড় সখ রে,

তোমার ছোঁয়া..লাগলে গায়ে

মন সাগরে..ভেসে উঠে

সুখেরী সামপান,

তোমার ছোঁয়া..লাগলে গায়ে

প্রান করে,আন চান,

মন সাগরে ভেসে উঠে

সুখেরি সামপান,

সেই সামপান, চরে জাবো

তোমারি ঘরে,

রাঙাইয়া পায়ে আলতায়..

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে,

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে,

তোমার সাথে, প্রেম করিতে

আমার বড় সখ রে,

তেঁতুল পাতা তেঁতুল পাতা

তেঁতুল বড় টক রে

তোমার সাথে প্রেম করিতে

আমার বড় সখ রে,,

লালা লালা লালা

লালা লালা লালা

Thank you

Mais de Runa Layla

Ver todaslogo

Você Pode Gostar