menu-iconlogo
huatong
huatong
avatar

o amar bondhu go

RunaLailahuatong
rollin_18huatong
Letra
Gravações
ও আমার বন্ধুগো

চির সাথী পথচলার

তোমারি জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসার

ও আমার বন্ধুগো

চির সাথী পথচলার

তোমারি জন্য গড়েছি আমি

একসাথে রয়েছি দুজন

একই ডোরে বাধা দুটি প্রান

ছিড়বেনা কভু এই বাধন

আসলে আসুক তুফান

...............

একসাথে রয়েছি দুজন

একই ডোরে বাধা দুটি প্রান

ছিড়বেনা কভু এই বাধন

আসলে আসুক তুফান

তুমি আমারি...হায়

বলবো শতবার

ও আমার বন্ধুগো

চির সাথী পথচলার

তোমারি জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসার

হাত দুটি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আজ

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ

..................

হাত দুটি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আজ

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ

তুমি আমারি...হায়

বলবো শতবার

ও আমার বন্ধুগো

চির সাথী পথচলার

তোমারি জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসার।

ও আমার বন্ধুগো

চির সাথী পথচলার

তোমারি জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসার।

Mais de RunaLaila

Ver todaslogo

Você Pode Gostar