menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Arek Jonom Ami Paigo

S M Sharathuatong
reinaraladistorsionhuatong
Letra
Gravações
যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

তুমি তো খুজে নিলে সুখের ভুবন

আমার হৃদয় পুড়ে ছাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

Choice By

তোমাকে ভালবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

Music

তোমাকে ভালবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শত ব্যাথা সইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

Mais de S M Sharat

Ver todaslogo

Você Pode Gostar

Jodi Arek Jonom Ami Paigo de S M Sharat – Letras & Covers