menu-iconlogo
huatong
huatong
avatar

Ruposhi do hi by (sabbir Rehman)

Sabbirhuatong
×͜×🇸𝔸𝔹𝔹𝕀ℝhuatong
Letra
Gravações
রুপসী দোহাই তোমায়

তোমার ওই চোখের পাতায়

আমাকে কাজল লতার কালি করো

রুপসী দোহাই তোমায়

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার কালি করো

ও চোখে কত মধু

কেন যে শুধু শুধু

ও চোখে কত মধু

কেন যে শুধু শুধু

আমাকে, তোমার চোখের, বালি করো

রুপসী দোহাই তোমায়

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার কালি করো

তুমি যে গোলাপ যুথি চম্পা বকুল

বাগানের নাম করা সব বাহারি ফুল

তুমি যে গোলাপ যুথি চম্পা বকুল

বাগানের নাম করা সব বাহারি ফুল

তোমাকে করবো যতন

ফোটাবো মনের মতন

তোমাকে করবো যতন

ফোটাবো মনের মতন

করোনা, আমায় তোমার, মালী করো

রুপসী দোহাই তোমায়

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার কালি করো

ও মনে রয়না যেন অন্য কিছুই

ওখানে থাকবো ওগো আমি শুধুই

ও মনে রয়না যেন অন্য কিছুই

ওখানে থাকবো ওগো আমি শুধুই

তোমার ওই ভালোবাসায়

কাটাবো জীবন যে হায়

তোমার ওই ভালোবাসায়

কাটাবো জীবন যে হায়

করোনা, মনটা তোমার, খালি করো

রুপসী দোহাই তোমায়

তোমার ঐ চোখের পাতায়

আমাকে কাজল লতার কালি করো

Mais de Sabbir

Ver todaslogo

Você Pode Gostar