এই তো আমি আবার এসেছি
ভুলে গেছি দূরে দূরে কখনো ছিলাম
এইবার আমি তোমারি হলাম
এইতো আমি আবার এসেছি
ভুলে গেছি দূরে দূরে কখনো ছিলাম
এইবার আমি তোমারি হলাম
এইতো আমি আবার এসেছি।
Track by Badal-RBF
বেসুরে বাঁধা সেতারে সুরের সাধনায়
কতনা জনমও গেছে কিযে বেদনায়
বেসুরে বাঁধা সেতারে সুরের সাধনায়
কতনা জনমও গেছে কিযে বেদনায়
সুরে সুরে দিলে মোরে কি নুতন নাম
এইবার আমি তোমারি হলাম
এই তো আমি আবার এসেছি।
Track by Badal-RBF
ভেবেছি তাই মরণ এবার যখন আসবে
কিছু তোমার স্মরণ আমার মনে ভাসবে
ভেবেছি তাই মরণ এবার যখন আসবে
কিছু তোমার স্মরণ আমার মনে ভাসবে
নিয়ে যাবো সাথে করে শেষের ই প্রনাম
রইবে মনে তোমারই ছিলাম
এইতো আমি আবার এসেছি
ভুল গেছি দূরে দূরে কখনো ছিলাম
এইবার আমি তোমারি হলাম
এইতো আমি আবার এসেছি।
Badal-RBF