menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu amar rater akash (Short)

Sadman Pappuhuatong
juniorhuatong
Letra
Gravações
এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না

হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না

এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না

হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না

এখন বন্ধু আমার রাতেরও আকাশ

ওর ঘরে তো আমার বসবাস

বন্ধু আমার চাঁদের জোছনা

এখন আমার মন কাঁদে না

শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম

তারার আমায় একায় পাড়ায় ঘুম

শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়

একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু একলা জীবন অনেক সুখের হয়

Mais de Sadman Pappu

Ver todaslogo

Você Pode Gostar