menu-iconlogo
huatong
huatong
sagar--cover-image

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

Sagarhuatong
⚜️ち丹ム丹尺⚜️huatong
Letra
Gravações
Song: আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় I

Nazrul Sangeet

Uploaded by Sagar

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় ||

Uploaded by Sagar

.....

....

...

আমার সুরের ইন্দ্রধনু

রচে আমার ক্ষনিক তনু

আমার সুরের ইন্দ্রধনু

রচে আমার ক্ষনিক তনু

জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয়

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় ||

Uploaded by Sagar

.....

....

...

মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল

মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল....(গো)

মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল

মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল...(গো)

আমার হৃদয় -পদ্ম ঘিরে

কথার ভ্রমর কেঁদে ফিরে

সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও..

আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো আমার গানের মালা গো

কুড়িয়ে তুমি নিও

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়............

Uploaded by Sagar

Mais de Sagar

Ver todaslogo

Você Pode Gostar