menu-iconlogo
logo

Jau pakhi bolo tare

logo
avatar
Sagarlogo
(ち丹ム丹尺)logo
Cantar no App
Letra
Song :সোনার পালঙ্কের ঘরে

Singer : Krishna Koli

......

.....

....

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…II

......

.....

....

[UPLODED BY SAGAR]

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,

এপার ওপার কোন পার একা

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা,

এপার ওপার কোন পার একা

যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে…

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

......

.....

....

[UPLODED BY SAGAR]

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,

চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে,

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে II

Jau pakhi bolo tare de Sagar – Letras & Covers