menu-iconlogo
logo

বন্ধু তুমি আমার Bondhu Tumi Amar

logo
Letra

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

হাজার বছর তোমার আশায়

পথ চেয়ে ছিলাম

তোমায় আমি প্রাণের চেয়েও

আপন করে নিলাম

হাজার বছর তোমার আশায়

পথ চেয়ে ছিলাম

তোমায় আমি প্রাণের চেয়েও

আপন করে নিলাম

জীবন তুমি আমার

মরন তুমি আমার

ভাবিনি তোমায় আমি

এতো কাছে পাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

তোমার বুকে মাথা রেখে

মরন যেন আসে

ইহ কালে,পর কালে

রবো তোমার পাশে

তোমার বুকে মাথা রেখে

মরন যেন আসে

ইহ কালে,পর কালে

রবো তোমার পাশে

তুমি আমার আশা

আমার ভালোবাসা

ভালোবাসার এই গান

চিরদিনিই গাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার

সঙ্গি তুমি আমার

চিরদিন তোমায় আমি

ভালোবেসে যাবো

ধন্যবাদ সবাই কে

বন্ধু তুমি আমার Bondhu Tumi Amar de Salman Shah/Shakila Zafar/Milu – Letras & Covers