menu-iconlogo
huatong
huatong
avatar

Ami tomar duti chokhe আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে

Samina Chowdhuryhuatong
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻huatong
Letra
Gravações
"আমি তোমার দুটি চোখে"

শিল্পীঃ সামিনা চৌধুরী

Uploaded ?BIPU?সূরের ছোঁয়া?SMW

?‍♀️মেয়েঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো,

আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো,

ছায়ার মতন তোমার পাশে

তোমার কাছে থাকবো

?‍♂️ছেলেঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো

আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো

ছায়ার মতন তোমার পাশে

তোমার কাছে থাকবো

?‍♀️মেয়েঃ ফুল হয়ে গন্ধ দেবো

সুর হয়ে ছন্দ দেবো

?‍♂️ছেলেঃ ফুল হয়ে গন্ধ দেবো

সুর হয়ে ছন্দ দেবো

?‍♀️মেয়েঃ পথিক হয়ে পথ দেখাবো

সূর্য হয়ে আলো দেবো,

মনের ভেতর ঘর বানিয়ে

মনের ভেতর ঘর বানিয়ে

সেখানে তোমাকে আমি রাখবো

?‍♂️ছেলেঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো,

?‍♀️মেয়েঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো,

?‍♂️ছেলেঃ রাত হয়ে ঘুম পাড়াবো

দিন হয়ে জাগিয়ে দেবো

?‍♀️মেয়েঃ রাত হয়ে ঘুম পাড়াবো

দিন হয়ে জাগিয়ে দেবো

?‍♂️ছেলেঃ রঙধনু হয়ে আমি

তোমায় এ মন রাঙিয়ে দেবো

তোমার সুখের জন্যে আমি

তোমার সুখের জন্যে আমি

জীবন বিলিয়ে দিতে পারবো

?‍♀️মেয়েঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো

আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো

?‍♂️ছেলেঃ ছায়ার মতন তোমার পাশে

তোমার কাছে থাকবো

?‍♀️মেয়েঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো

?‍♂️ছেলেঃ আমি তোমার দুটি চোখে

দুটি তারা হয়ে থাকবো

Mais de Samina Chowdhury

Ver todaslogo

Você Pode Gostar