menu-iconlogo
huatong
huatong
avatar

এমন তাবিজ করবো তোমারে || 𝑺𝒂𝒎𝒊𝒚𝒂

Samiya || সামিয়াhuatong
𝑺𝓊𝓂ℴ𝓃_𝑨𝓱𝓶𝓮𝓭_𝑺𝑩𝑳huatong
Letra
Gravações

কন্ঠশিল্পীঃ সামিয়া

এমন তাবিজ করবো তোমারে… আমি

এমন তাবিজ করবো তোমারে…

যেদিকে চাও সেদিক তুমি

দেখবা শুধু আমারে…

যেদিকে চাও সেদিক তুমি

দেখবা শুধু আমারে…

এমন তাবিজ করবো তোমারে… আমি

এমন তাবিজ করবো তোমারে…

আমার এক বান্ধবী দিছে

সাধু বাবার ঠিকানা

দামটা একটু বেশি হলেও

কাজ করে ষোল আনা…

আমার এক বান্ধবী দিছে

সাধু বাবার ঠিকানা

দামটা একটু বেশি হলেও

কাজ করে ষোল আনা…

যার লাইগা যার পরাণ কান্দে…

যার লাইগা যার পরাণ কান্দে

স্বপ্নে দেখে তারে…

এমন তাবিজ করবো তোমারে… আমি

এমন তাবিজ করবো তোমারে…

তুমি যখন কথা বলো

লাগে আমার ভালো…

এই জীবনের জীবন তুমি

আমার চাঁন্দের আলো…

তুমি যখন কথা বলো

লাগে আমার ভালো…

এই জীবনের জীবন তুমি

আমার চাঁন্দের আলো…

হাসান মতি খুঁজে আজও…

হাসান মতি খুঁজে আজও…

ভালোবাসে যারে…

এমন তাবিজ করবো তোমারে…আমি

এমন তাবিজ করবো তোমারে…

যেদিকে চাও সেদিক তুমি

দেখবা শুধু আমারে…

যেদিকে চাও সেদিক তুমি

দেখবা শুধু আমারে…

এমন তাবিজ করবো তোমারে… আমি

এমন তাবিজ করবো তোমারে…আমি

এমন তাবিজ করবো তোমারে…আমি

এমন তাবিজ করবো তোমারে…

((ধন্যবাদ সবাইকে))

Mais de Samiya || সামিয়া

Ver todaslogo

Você Pode Gostar