menu-iconlogo
huatong
huatong
avatar

আমি কেমন করে নিবো তোমার খবর

Sangeetahuatong
michellemackinnonhuatong
Letra
Gravações
একটু অপেক্ষা করুন

আমি কেমন করে

নেব তোমার খবর

তোমার ভালবাসা তুমি

নিজের হাতে দিয়ে গেছো কবর

আমি কেমন করে

নেব তোমার খবর

তোমার ভালবাসা তুমি

নিজের হাতে দিয়ে গেছো কবর

মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

হয়ত তুমি ভুলেই গেছো

পুরনো সব কথা

অনেক রকম আনন্দ আর

ছোট খাট ব্যাথা

একটু অপেক্ষা করুন

হয়ত তুমি ভুলেই গেছো

পুরনো সব কথা

অনেক রকম আনন্দ আর

ছোট খাট ব্যাথা

এরই মাঝে পেরিয়ে গেছে

অনেকটা বছর ...অনেকটা বছর

আমি কেমন করে

নেব তোমার খবর

তোমার ভালবাসা তুমি

নিজের হাতে দিয়ে গেছো কবর

মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

কখনো কি ভেবেছিলাম

দূরের মানুষ হয়ে

দুঃখের ব্যাথা এমনি করেই

যাব বয়ে বয়ে

একটু অপেক্ষা করুন

কখনো কি ভেবেছিলাম

দূরের মানুষ হয়ে

দুঃখের ব্যাথা এমনি করেই

যাব বয়ে বয়ে

এমনি করে হারিয়ে যাবে

স্বপ্নেরই বাসর ....স্বপ্নেরই বাসর

আমি কেমন করে

নেব তোমার খবর

তোমার ভালবাসা তুমি

নিজের হাতে দিয়ে গেছো কবর

আমি কেমন করে

নেব তোমার খবর

তোমার ভালবাসা তুমি

নিজের হাতে দিয়ে গেছো কবর

Mais de Sangeeta

Ver todaslogo

Você Pode Gostar